পুবের কলম প্রতিবেদকঃ দীর্ঘ বাধা-বিপত্তির পর অবশেষে প্রথমবার পূর্ণাঙ্গ রূপে সফল হল কলকাতা মেট্রো রেলের ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের ট্রায়াল রান।মঙ্গলবার সকাল ১১ টা ২০ মিনিটে ট্রায়াল রানের জন্য শিয়ালদহ থেকে একটি মেট্রো রেক এসপ্ল্যানেডের উদ্দেশে যাত্রা শুরু করে সকাল ১১ টা ৩১ মিনিটে এসপ্ল্যানেডে পৌঁছায়। এদিন পরীক্ষামূলক ট্রায়াল রানের সময় ধীর গতিতে রেকটি ১১ মিনিটে ২.৬৩ কিলোমিটার অতিক্রম করে।প্রথম ট্রায়াল রানেই সাফল্য মিলেছে বলে মেট্রো রেল সূত্রের খবর।
মঙ্গলবার ট্রায়াল রানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি, ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের দায়িত্বপ্রাপ্ত নির্মান সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেদের আধিকারিক সহ মেট্রো রেলের উচ্চপদস্থ কর্তারা।
এদিন সরজমিনে ট্রায়াল রান খতিয়ে দেহতে মোটরম্যানের কেবিনে ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার-সহ কয়েকজন আধিকারিক। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে পূর্ণাঙ্গ মেট্রো পরিষেবা কবে চালু হবে, তা নিয়ে অধীর অপেক্ষায় রয়েছেন সাধারণ যাত্রীরা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ‘মিসিং লিঙ্ক’ শিয়ালদা-এসপ্ল্যানেড অংশ বাদ দিয়ে আপাতত একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি এবং শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেলের যাত্রী পরিষেবা চালু আছে। ওই রুটের ‘মিসিং লিঙ্ক’ অর্থাৎ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট করিডোরের মোট ১৬.৬ কিমি একটানা মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।