পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাল কেন্দ্রীয় বাহিনী। গড়িয়াবান্ধ জেলার কুলারিঘাট রিজার্ভ ফরেস্টে নিরাপত্তারক্ষী বাহিনী কমপক্ষে ১৪ জন মাওবাদীকে খতম করেছে। মঙ্গলবার সকালে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলির লড়াই হয়।
Read More: মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প, শুভেচ্ছা জানালেন মোদী
পুলিস জানিয়েছে, এদিন অভিযান চালায় কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিসের যৌথবাহিনী। গোপন সূত্রে মাওবাদী গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেও পুলিস সূত্রের খবর। মৃতদের মধ্যে এক মাওবাদী নেতা জয়রাম ওরফে চালাপাতির মাথার দাম ছিল ১ কোটি টাকা।