পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই। সোমবার সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। সেই রায়ের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে যেতে চলেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে যাবে রাজ্য বলে জানা গিয়েছে।
Read More: ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতামঃ আর জি কর রায়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্তর মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল বলেও মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিয়ালদহ আদালত সাজা ঘোষণার পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় বলে আদালতের রায়ে আমি হতবাক। আমি নিশ্চিত যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। দোষী সাব্যস্তর ফাঁসি হওয়া দরকার। কীভাবে বলা হল, এটা বিরলের মধ্যে বিরলতম নয়।”