পুবের কলম, ওয়েবডেস্কঃ আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে একমাত্র দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। এ দিন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা শোনান।
আদালতের এই রায় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া জানান। মালদহে জেলা সফরকালে এই খবর শুনে তিনি বলেন, ”আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম। এখনও তাই করছি। আদালতের রায় নিয়ে কিছু বলব না। আমরা তো তিনটে মামলায় ফাঁসির সাজা ঘোষণা করিয়ে দিয়েছি, ৫৪ থেকে ৬০ দিনের মধ্যে। এই মামলাও আমাদের হাতে থাকলে অনেক আগেই মৃত্যুদণ্ড ঘোষণা করিয়ে দিতাম। কিন্তু কেসটা আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই ধরনের নরপিশাচের চরমতম শাস্তি হওয়া উচিত। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।”