পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় সাজা ঘোষণা আজ। দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের ফাঁসি নাকি যাবজ্জীবন? কী শাস্তি দেয় আদালত সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী। যদিও এদিন প্রথমে এজলাসে বসে বিচারক অনির্বাণ দাস বলেন, ‘আমায় রায় দিতে একটু কাজ করতে হবে। ২.৪৫ এ আবার আসুন এখন ঘর ফাঁকা করে দিন।’ এ কথা বলে ২১০ নম্বর রুম থেকে বেরিয়ে যান বিচারক। অর্থাৎ আর কিছুক্ষনের মধ্যে সাজা ঘোষণা করবে আদালত।