নয়াদিল্লি, ১৬ জানুয়ারিঃ বন্ধ হয়ে যাচ্ছে ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। আদানি গোষ্ঠীর ‘দুর্নীতি’ প্রকাশ্যে এনে আলোড়ন ফেলে দিয়েছিল এই ফার্ম। তার আগে আরও একাধিক সংস্থার দুর্নীতি সামনে এনেছিল তারা। ২০২৩ সালের প্রথম রিপোর্টে ও তারপর ২০২৪ সালের দ্বিতীয় রিপোর্টে আদানী গোষ্ঠীর ‘দুর্নীতি’ ফাঁস করে তারা। তারপরই এবার ফার্মটি বন্ধ করার সিদ্ধান্ত নিল হিন্ডেনবার্গ কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনও হুমকি বা চাপের কারণেই কি এই সিদ্ধান্ত হিন্ডেনবার্গের?
২০১৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চের। দীর্ঘ ৮ বছরের পথ চলার এবারে ইতি টানতে চলেছে সংস্থা। এমনটাই ঘোষণা করলেন সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিযেছেন তিনি।
এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেন অ্যান্ডারসন। সেখানে তিনি লেখেন, গত বছরের শেষ থেকেই পরিবার, বন্ধুবান্ধব ও গোটা টিমকে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অবশেষে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে যে সমস্ত কাজ চলছে, তা শেষ করার পরই সংস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। অ্যান্ডারসনের মতে, হিন্ডেনবার্গই তাঁর জীবনের সবকিছু নয়, একটা অধ্যায় মাত্র। জীবনে ভারসাম্য ফেরাতেই ভাবনা-চিন্তা করেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। রিসার্চের কাজে ব্যস্ত থাকার কারণে পরিবার-পরিজনকে সময় দিতে পারেননি।