উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গঙ্গাসাগর : বুধবার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান শেষ হয়ে গেছে। এবছর বুধবার পর্যন্ত মোট ১ কোটি ১০ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগরে এসে পূর্ণ স্নান করেছে বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস।বুধবার পর্যন্ত গঙ্গাসাগরে আসা তীর্থযাত্রীদের মধ্যে মৃত্যু ঘটেছে মোট ৬ জনের।অসুস্থ হয়েছে মোট ৯ জন।বুধবার গঙ্গা স্নান করতে এসে মৃত্যু ঘটলো উওরপ্রদেশ থেকে আগত ৮৫ বছরের নাথা নামে এক ব্যক্তির। এদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন ২ জন তীর্থযাত্রী।তাঁরা হলেন- প্রেম কুমার সিং,বয়স ৬৪ বছর, বাড়ি মধ্যপ্রদেশেএবং বিশ্বনাথ পৌরা,বয়স ৬৫ বছর।বাড়ি এ রাজ্যে।অসুস্থ দুজনকে এদিন এয়ার লিফটে করে গঙ্গাসাগর থেকে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে।এ বারের মেলা কার্যত জন সুমুদ্রে পরিণত হয়েছিল। কয়েক লক্ষ মানুষ এদিন পূর্ণ স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।প্রশাসনের তরফে তাদের যাতায়াতের সব রকম ব্যবস্থা করায় বিভিন্ন রাজ্যে থেকে আগত তীর্থযাত্রীরা ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।বৃহস্পতিবার মেলায় সাফাই অভিযানে অংশ নেবেন একাধিক মন্ত্রীরা।এবং এদিন রাতেই মেলার সমাপ্তি ঘোষণা করবেন জেলাশাসক সুমিত গুপ্তা।
ব্রেকিং
- বাতিল হওয়া ইউজিসি নেট পরীক্ষার নয়া সূচি ঘোষণা
- স্যালাইন কান্ড: মেদিনীপুর মেডিক্যালে তদন্তে ফের সিআইডি
- ফের শ্যুটআউট, আসামীকে নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ পুলিশকর্মী, পলাতক আসামী
- অনশনরত কৃষক নেতার শারীরিক অবস্থা কি! জানতে চাইল সুপ্রিম কোর্ট
- দোষীদের কেউ ছাড় পাবে না, স্যালাইন-কাণ্ডে সরব অভিষেক
- মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পর্যালোচনা বৈঠক, দেউচা পাঁচামিতে গ্লোবাল টেন্ডার
- তৃণমূলের নৈতিক জয়: জ্যোতিপ্রিয়র জামিন প্রসঙ্গে বললেন সাংসদ মমতা বালা ঠাকুর
- অনাথ ও দুঃস্থদের নিয়ে মধ্যাহ্নভোজনে মাতলেন বারাসত উত্তরাচলের বাসিন্দারা
- এবারের গঙ্গাসাগরে এসে মৃত্যু হল ৬ জন তীর্থযাত্রীর, হাসপাতালে ভর্তি ৯ তীর্থযাত্রী
- ভাগবতের মন্তব্য ‘দেশদ্রোহিতা’র সমান: সুর চড়ালেন রাহুল
- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক: শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য নয়া নির্দেশিকা দিল মধ্য শিক্ষা পর্ষদ
- এবার গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের নিরাপত্তা দিল বঙ্কো ও ম্যাক্সি