জয়পুর, ১৪ জানুয়ারি: ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরুকে জামিন দিল রাজস্থান হাইকোর্ট। সোমবার স্বঘোষিত ধর্মগুরু আসারামের জামিন মঞ্জুর করে আদালত। শর্ত সাপেক্ষে ৩১ মার্চ পর্যন্ত তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। সোমবার ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্মগুরু সাজা স্থগিত ও জামিন মামলার শুনানি হয় হাইকোর্টে। তার আইনজীবী আর এস সালুজা জানান, মামলার শুনানি চলাকালীন আদালত আসারামকে ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে। প্রসঙ্গত, স্বঘোষিত ধর্মগুরু আসারামের বিরুদ্ধে দুটি ধর্ষণে অভিযোগ উঠেছিল। দুটি মামলাতেই ধর্মগুরুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
Read More: রামমন্দিরের উদ্বোধনেই প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত: আরএসএস প্রধান
শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আদালত স্পষ্ট বলেছে, আসারাম তার অনুগামীদের সঙ্গে দেখা করতে পারবেন না। মামলার প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন না। তার সঙ্গে থাকবেন তিনজন গার্ড, যার খরচ বহন করতে হবে আসারামকেই। অর্থাৎ ১১ বছর পর জামিনে জেল থেকে বের হবেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু। উল্লেখ্য, নিজের আশ্রমের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ২০১৩ সালের ২ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরের আশ্রম থেকে ধর্মগুরুকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় ২০২৩ সালের ৩১ জানুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। অপর আরেকটি ধর্ষণের মামলাতেও তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।