ইলাহাবাদ, ১৪ জানুয়ারি: শৈত্যপ্রবাহে মহাকুম্ভে আসা অসংখ্য পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মেলার প্রথম দিনেই স্থানীয় সেন্ট্রাল হাসপাতাল-সহ অন্যান্য হাসপাতালগুলিতে ৩ হাজারেরও বেশি পুণ্যার্থী চিকিৎসার জন্য পৌঁছেছেন। তেমনই এক সাধুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের সোলাপুরের এনসিপি নেতা মহেশ কোঠেরও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। তীব্র ঠান্ডায় বিপুল সংখ্যক পুণ্যার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
মহাকুম্ভ মেলায় শৈত্যপ্রবাহের ব্যাপক প্রভাব পড়ছে। প্রথম দিনের অমৃত স্নানে ঠান্ডার কারণে হাজার হাজার পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। প্রথম দিনে, সঙ্গম শহরে তীব্র ঠান্ডায় ৩০০০-এরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে পৌঁছেছিলেন। রোগীদের মধ্যে ৮৫ বছর বয়সী সাধু অর্জুন গিরিও ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে এসআরএন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর শিষ্যরা সাধুর দেহ এসআরএন-এ রেখে চলে যান। পরে পুলিশ এসে স্বামীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, মহারাষ্ট্রের সোলাপুরের প্রাক্তন মেয়র এবং এনসিপি নেতা মহেশ কোঠেও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গঙ্গায় স্নান করার পর ঠান্ডার কারণে তার রক্ত জমে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সেন্ট্রাল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মনোজ কৌশিক বলেন, সোমবার অমৃত স্নানের প্রথম দিনে ৩১০৪ জন রোগী চিকিৎসার জন্য ওপিডিতে এসেছিলেন। তাদের মধ্যে ৩৭ জন গুরুতর রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।