টোকিও, ১৩ জানুয়ারি: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৬.৪। ইতিমধ্যে গোটা দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানকার প্রায় ১২ কোটি মানুষ বিপাকে পড়েছে। দেশের একাধিক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেই খবর। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) সূত্রে খবর, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কিউশু অঞ্চল। ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই প্রেক্ষিতে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, জাপানের সময় অনুযায়ী রাত ৯ টা ১৫ নাগাদ এবং ভারতীয় সময় বিকেল ৫ টা ৪৫ নাগাদ সেদেশে আঘাত হেনেছে ভূমিকম্প। ভূ পৃষ্ট থেকে প্রায় ৩৭কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গিয়েছে। জনগণকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও সমুদ্রে প্রবেশ না করার জন্য এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভূমিকম্পের তীব্র বেগে কেঁপে ওঠে কলকাতা-সহ ভারতের বেশ কিছু রাজ্য। তিব্বত হয়ে ওঠে এপিসেন্টার। এক ধাক্কায় নাড়িয়ে দেয় প্রতিবেশ দেশগুলোকেও। কম্পনের প্রথম ধাপেই মৃত্যু হয় ৩২ জনের। আহত হয় ৩৮ জন। মূল কম্পনের পর মোট ৫টি আফটারশক হয়, বলেই জানা গিয়েছিল প্রশাসন সূত্রে।