মক্কা, ৮ জানুয়ারি: সৌদি আরব বললেই মনে পড়ে মক্কা-মদিনা ও মরুভূমির কথা। কিন্তু উষ্ণায়নের ধাক্কায় পৃথিবীর এতকালের চেনা চেহারাটাই বিপন্ন। এখন সেখানেই প্রবল বর্ষণের চোখরাঙানি। মক্কা ও মদিনার অধিকাংশ অঞ্চলেই সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। জেদ্দা শহরের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু পড়ছে বাজ।বুধবার সকালেও বৃষ্টির খবর মিলেছে। রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছে।
নবীর দেশে অতিবৃষ্টিতে ব্যাপক বন্যা। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত পবিত্র নগরী মক্কায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় এ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মক্কার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক গাড়ি বন্যার পানিতে ডুবে রয়েছে এবং স্থানীয় লোকজন বন্যার পানির মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। মক্কা-মদিনায় ‘হাই রেড অ্যালার্ট’ জারি হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আসির এবং জাজানে কিছুটা কম সতর্কতা বা ‘অরেঞ্জ অ্যালার্ট’ দেওয়া হয়েছে। তবু, বৃষ্টিপাতের মধ্যে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্টসহ দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি বাড়িয়েছে। এছাড়া জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স সার্ভিস।
সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) সতর্ক করেছে যে সারা সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি মাত্রার ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এর ফলে মক্কা সহ আশেপাশের এলাকায় আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। বন্যার ফলে স্থানীয় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।