কালাবুরাগি (কর্নাটক): ছেলেই বাবার নামে একটি বিমা করিয়েছিল। দুর্ঘটনায় বাবার মৃত্যু হলে বিমার টাকা পাবে সে। সেই লোভে কী করল ছেলে? বিমার টাকা হাতানোর জন্য বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, হত্যাকাণ্ড চাপা দিতে ভুয়ো গল্প ফেঁদেছিল যুবক। তাকে সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার আদ্দুরু শ্রীনিবাসুলু সাংবাদিকদের বলেছেন,ভুক্তভোগী কালিঙ্গারায়া তার ছেলে সতীশের সঙ্গে পিলিয়ন যাত্রী হিসাবে বাইক চালাচ্ছিলেন। সতীশ তার বাবাকে বেন্নুর ক্রসিংয়ের কাছে থামতে বলে, দাবি করে তার প্রস্রাব করা দরকার। কলিঙ্গারায় অপেক্ষা করার সময়, সতীশের সহযোগী অরুণ, তার উপর একটি ট্রাক্টর চালিয়ে দেয় , ঘটনাস্থলেই তিনি নিহত হন। সতীশ পরে একটি অভিযোগ দায়ের করেন, মৃত্যুকে দুর্ঘটনা হিসাবে চিত্রিত করে। আসল উদ্দেশ্য বীমার টাকা আদায়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার কিছুক্ষণ পর, ছেলে সতীশ থানায় গিয়ে বাবার মৃত্যু নিয়ে একটা গল্প ফেঁদে বসে। সে জানায় একটি গাড়ির সঙ্গে ধাক্কায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। সতীশের অভিযোগ পেয়ে পুলিশ তাঁর দল তদন্ত শুরু করে৷ এদিকে সতীশের কথায় সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশি জেরার মুখে সে সত্যিটা স্বীকার করে নেয় যে, সেই বাবাকে খুন করেছে। সে জানায়, পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু হলে সে বিমা থেকে দ্বিগুণ টাকা পাবে। সেই টাকার লোভে এই অপরাধ করেছে সে। পুলিশের তদন্তে প্লটটি উন্মোচিত হয়, যার ফলে সতীশ এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।