নয়াদিল্লি: সম্ভল শাহী জামে মসজিদ নিয়ে মঙ্গলবার লখনউতে যোগী সরকারকে নিশানা করে তীব্র আক্রমণ করলেন সপা প্রধান অখিলেশ যাদব। সম্ভলের ঘটনাকে তিনি বড়সড় ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। সম্ভলের ঘটনায় অখিলেশ যাদব বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের দলীয় প্রতিনিধি দল সম্ভলে গিয়ে দেখে আসুন ওখানে ঠিক কী ঘটেছিল। কিন্তু যোগী সরকার প্রতিনিধি দলকে সম্ভলে ঢুকতে দেয়নি। তাতে অবশ্য আমরা দমে যায়নি। দ্বিতীয়বারের চেষ্টায় আমরা সফল হই। সম্ভলে প্রতিনিধি দলকে যাওয়ার অনুমতি দেয় প্রশাসন। কী এমন কারণ ছিল যে যোগী সরকার সম্ভলে রাজনৈতিক প্রতিনিধি দলগুলিকে ঢুকতে দিতে চাইছিল না। কী লুকোতে চাইছিল প্রশাসন? আর কাদেরই বা আড়াল করতে চাইছিল যোগী প্রশাসন? এখনও স্থানীয় মানুষদের উপর চাপ সৃষ্টি করছে। নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়েû তাদের চাপে রাখতে চাইছে। আমার দৃঢ় বিশ্বাস এসবের পিছনে সরকারি মদদ রয়েছে। তাড়াহুড়ো করে সম্ভল শাহী জামে মসজিদে সার্ভে করার আসল কারণ কি তা আজও জানা গেল না।’
Read More: রাজঘাটে প্রণব মুখার্জির স্মৃতিসৌধ নির্মাণে অনুমতি কেন্দ্রের
তিনি আরও বলেন, সরকার ও আধিকারিকরা ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের গুলিতে নিরীহ কয়েকটি প্রাণ ঝরে গেছে। যাদের অযথা গ্রেফতার করে জেলে ভরেছে। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, যাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সারা শরীরে ক্ষতচিহ্ন এবং এমনভাবে মারধর করা হয়েছিল যে তারা মারাও যেতে পারত। আমাদের প্রতিনিধিদল পীড়িত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় যেসব আধিকারিকরা সাহায্য করেছিল সেইসব আধিকারিকদের সাসপেন্ড করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতের ভিত্তিতে আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। সরকারপক্ষের লোকেরা সম্প্রীতির পক্ষে নয়, তারা বিভাজন তৈরি করতে চায়, তারা জনগণের মূল্য বোঝে না, কারণ তারা কেবল রাজনৈতিক ফায়দা তুলতে চায়।’ তিনি বলেন, সরকারে বসে বিচার পাওয়া এবং মানুষের কথা শোনা সম্ভব নয়। এই সরকার দুর্নীতির সব রেকর্ড ভেঙে দিয়েছে, এটা হৃদয়হীন দল। দিল্লির মানুষ লখনউকে দোষারোপ করছে আর লখনউয়ের মানুষ দিল্লিকে দোষারোপ করছে।