পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বাজি বিস্ফোরণ। শনিবার দুপুরে চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। যার জেরে ঝলসে ১ মহিলা-সহ তিন জন ! ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর অবস্থায় বাঙুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর,বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে এদিনের বিস্ফোরণ ঘটে। সেখানে মজুত থাকা বাজি থেকেই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাড়িতে। যার তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।অনেকের দাবি, বাড়িতে সকেট বাজি তৈরি হচ্ছিল। সেই বাজি ফেটেই বিপত্তি বাঁধে। বিস্ফোরণে গুরুতর আহতের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার।