পুবের কলম, ওয়েবডেস্ক: এবার প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ বিজেপি। কংগ্রেস নেত্রীর জয়কে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে গেলেন বিজেপি নেত্রী নব্য হরিদাস। অভিযোগ, সদ্য সমাপ্ত ওয়েনাড় উপনির্বাচনে মনোনয়ন দাখিলের সময় ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির পূর্ণাঙ্গ
হিসাব দেননি কং নেত্রী। শুধু তাই নয়, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন তিনি। কমিশনকে ভুল তথ্য দিয়্ছেন। তাই প্রিয়ঙ্কার সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন। এদিন কেরল হাইকোর্টে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন নব্য হরিদাস।
লোকসভা উপনির্বাচনে ওয়েনাড আসন থেকে ব্যাপক মার্জিনে জয়লাভ করে প্রিয়াঙ্কা। আর এই জয়ের মাধ্যমে এই প্রথম লোকসভায় প্রবেশ করেছেন তিনি। সেই উপনির্বাচনে প্রিয়ঙ্কার অংশ নেওয়ার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন হরিদাস।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ওয়েনাডে উপনির্বাচন হয়। ৬ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন প্রিয়াঙ্কা। সিপিআই প্রার্থী সত্যেন মোকেরিকে পরাজিত করেন । বিজেপি-র প্রার্থী ছিলেন হরিদাস । তিনি তৃতীয় স্থান পান। এবার তিনই প্রিয়াঙ্কার সাংসদ পদ খারিজের আর্জি জানান।