পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশের সংবিধান-প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে অপমানের বিরুদ্ধে এবার প্রতিবাদে পথে নামছে রাজ্য তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২৩ ডিসেম্বর কোচবিহার থেকে কাকদ্বীপ- ব্লকে ব্লকে ও শহরাঞ্চলে প্রতিটি ওয়ার্ডে ধিক্কার- মিছিল করবে তৃণমূল। এই মর্মে দলের সমস্ত জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ, শাখা সংগঠনের সভাপতি, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের সার্কুলার পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি। বাবাসাহেবের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে অবমাননাকর মন্তব্য করেছেন তার এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার।
সংবিধান বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি আর আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।
এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। বাবাসাহের আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রজোর প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে।
এ দিন সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন, আমাদের সংবিধান-প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না। এই জাতিবিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান-বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। বাবাসাহেব ড. বি আর আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা। আসুন, আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে শামিল হই। এই ঘৃণ্য, স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই।
ব্রেকিং
- আজমীর শরিফে চাদর পাঠালেন প্রধানমন্ত্রী
- জেলেই থাকবেন চিন্ময় দাস, শুনানিতে আসামিপক্ষের ১১ আইনজীবী
- লন্ডনের মেয়র সাদিক খানকে নাইটহুড সম্মান
- ফের পারদ পতন, সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলায়
- আলু নিয়ে কালোবাজারি, ডিজি ও মুখ্যসচিবকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ মমতার
- নবান্নে শুরু প্রশাসনিক বৈঠক
- শেষ লড়াই! ১০ দিন পর মায়ের কোলে ছোট্ট চেতনার নিথর দেহ
- ৬৫ কোটি টাকার সাইবার জালিয়াতি! গ্রেফতার ২
- মাদক খাইয়ে বান্ধবীকে ধর্ষণ! গ্রেফতার গড়ফার যুবক
- গাড়িতে ভাঙচুর, নিজের গড়েই আক্রান্ত আরাবুল ইসলাম
- উমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড, বায়তুল্লাহ্য় মেহমান ৬২ লক্ষ মু’মিন
- সুখবর! কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম