তেহরান: ফের ইরানি মেয়েদের সাফল্যের কাহিনি বিশ্বের দরবারে। কন্টিনেন্টাল আর্কিটেকচার অ্যাওয়ার্ড-এর উদ্ভাবন ও পুনরুজ্জীবন বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতেছেন ইরানের মহিলা আর্কিটেক্ট শায়গান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত ‘এশিয়া কন্টিনেন্টাল আর্কিটেকচার’ প্রতিযোগিতার বিচারকরা ইরানের ইস্ফাহান প্রদেশের কাশানে নির্মিত রোজাস ভবনের নকশা তৈরি এবং তা নির্মাণের জন্য ইরানের স্থপতি শিমা শায়গানকে স্বর্ণপদক প্রদান করেন।
বার্ষিক এই ইভেন্টটিতে স্থাপত্য এবং শহুরে নকশায় বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরা হয়। এছাড়া এতে পুরস্কার বিতরণ, প্রদর্শনী এবং স্থাপত্যের প্রভাব ও পদ্ধতির ওপর অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনার আয়োজন করা হয়। ঐতিহ্যের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন ঘটিয়ে এই পুরস্কার জিতে নিয়েছেন শিমা শায়গান।