আঙ্কারা: মার্কিন বিদেশসচিব অ্যান্থনি ব্লিংকেন সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন। সিরিয়ায় যখন তুরস্ক ও আমেরিকা সমর্থিত বিদ্রোহীরা ক্ষমতা দখল করল সেই প্রেক্ষিতে এই বৈঠক হল। সিরিয়ার পুনর্গঠনে সবাই যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এ বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ (ওয়াইপিজি)। তুরস্ক মনে করে, ওয়াইপিজি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কে যাওয়ার আগে ব্লিংকেন বলেছেন, পিকেকে হল তুরস্কের বিপদের কারণ। তবে একইসঙ্গে আমরা সিরিয়ার ভেতরে বিরোধ এড়াতে চাই। আমরা চাই, অন্তর্র্বর্তী সরকার মসৃনভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক।
Read More: গাজার শরণার্থী শিবিরগুলিই এখন টার্গেট ইসরাইলের
বৃহস্পতিবার জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন ব্লিংকেন। সেখানে তারা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। দুজনেই সিরিয়াকে সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন। ব্লিংকেন প্রতিশ্রুতি দিয়েছেন, এই পরিবর্তনের সময়ে আমেরিকা ও জর্ডনসহ সিরিয়ার অন্য প্রতিবেশী দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি আরও বলেন, সিরিয়া নিয়ে অনেকের স্বার্থ আছে। এখন নতুন করে যাতে কোনো সংঘাত না হয়, সেটা দেখা খুবই জরুরি।