পুবের কলম, ওয়েবডেস্ক: দেশ ছেড়ে পালিয়েছে৪ আসাদ। রাস্তাঘাটে বিজয়ল্লাস পালন করছে স্থানীয়রা। এর মধ্যেই আসাদের বাবা হাফিজ আল-আসাদের একটি ভাস্কর্য ভাঙার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
দামেস্কের শহরতলীতে থাকা ওই ভাস্কর্যটি ভাঙা হয় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। ওই দিন আল্লাহু আকবার বলতে বলতে বিশেষ যন্ত্রের মাধ্যমে ভাস্কর্যটির মাথা খুলে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে সেটি ট্রাকে করে অন্য জায়গায় স্থানান্তর করা হয়।
গত ২৭ নভেম্বর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ার বিদ্রোহী দল তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলো। একপর্যায়ে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেন। এরপর বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এক এক করে পুরো দেশটাকে নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা।
২০১১ সালে স্কুলের দেয়ালে আসাদ-বিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল ছেলেকে আটক ও নির্যাতন করার ঘটনা কেন্দ্র করে সিরিয়ায় গৃহযুদ্ধের সূত্রপাত হয়। সেই থেকে পর্যন্ত এই গৃহযুদ্ধে গত ১৩ বছরে ৫ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সিরিয়ার অর্ধেকেরও বেশি বাসিন্দা তদের বাড়ি ছেড়ে পালিয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে বিদ্রোহ দমনসহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করে।