লন্ডন: ব্রিটেনের অন্যতম সম্মানজনক পুরষ্কার ‘টার্নার প্রাইজ’ বিজয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্কটিশ শিল্পী জাসলিন কাউর। মঙ্গলবার লন্ডনের টেট ব্রিটেন গ্যালারিতে এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। ৩৮ বছর বয়সী জাসলিন তার একক প্রদর্শনী “অলটার অলটার” এর জন্য এই পুরস্কার অর্জন করেন। ফিলিস্তিনি স্কার্ফ পরিধান করে পুরষ্কার গ্রহণ করতে জান তিনি।
এদিন বিজয়ী ভাষণে জাসলিন গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন। এবং যুদ্ধবিরতির আহ্বান জানান। বক্তব্য শেষে ফ্রি প্যালেস্টাইন স্লোগানও দেন তিনি। বলেন, গাজায় যা হচ্ছে তা অগ্রহণযোগ্য। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিতে হবে। সকলকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমনকি ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্নের আর্জি জানান তিনি। গাজায় গণহত্যা রুখতে একটি ওপেন চিঠিও লেখেন তিনি। যাতে কমপক্ষে ১২০০ শিল্পী ও কর্মী স্বাক্ষর করেছেন।