পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরের ডিসেম্বর মাসে ১৭ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। কোন কোন দিন ছুটি থাকছে?
>৩ ডিসেম্বর: মঙ্গলবার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের জন্য গোয়াতে ছুটি বন্ধ থাকবে ব্যাঙ্ক।
>১২ ডিসেম্বর: ২০২৪ বৃহস্পতিবার মেঘালয়ে পা-টোগান নেংমিঞ্জা সাংমা দিবস উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
>১৮ ডিসেম্বর: বুধবার চণ্ডীগড়ে গুরু ঘাসীদাস জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে। এই দিন মেঘালয়ে ইউ সো সো থামের মৃত্যুবার্ষিকীর কারণে মেঘালয়ে ছুটি থাকবে।
>১৯ ডিসেম্বর: বৃহস্পতিবার গোয়া মুক্তি দিবস উপলক্ষ্যে গোয়াতে সরকারী ছুটি থাকবে।
>২৪ ডিসেম্বর: ২০২৪ মঙ্গলবার মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে বড়দিনের আগের দিন ব্যাঙ্ক ছুটি থাকবে। ওই দিন গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবসের কারণে পঞ্জাব এবং চণ্ডীগড়ে ছুটি থাকবে।
>২৫ ডিসেম্বর: ২০২৪ বুধবার ভারত জুড়ে বড়দিনের ছুটি দিন থাকবে।
>৩০ ডিসেম্বর: সোমবার সিকিমে তমু লোসার পালন করার জন্য এবং মেঘালয়ে উ কিয়াং নাংবাহ দিবস পালন করার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
>৩১ ডিসেম্বর: ২০২৪ মঙ্গলবার মিজোরামে নববর্ষের আগের দিন ছুটি থাকবে।