নয়াদিল্লি: পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাচ্ছে? লক্ষ লক্ষ প্যান কার্ড ব্যবহারকারীর মনে এই নিয়ে প্রশ্ন। কারণ, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়া ‘প্যান ২.০’ প্রকল্প আনা হচ্ছে। আর এক্ষেত্রে প্যানকার্ডে কিউআর কোড থাকবে। আর এরপরই জল্পনা শুরু হয়, যাদের পুরনো প্যানকার্ড রয়েছে, সেগুলি কি বাতিল হয়ে যাবে? তাদের কি নতুন করে আবেদন করতে হবে? নাকি পুরনো কার্ডটি সংশোধন করতে হবে?
এমনিতেই প্যান কার্ড এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যবসার কাজে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড খুবই দরকারী। প্যান কার্ড চালু রাখতে আধারের সঙ্গে প্যান কার্ডের লিংকও করতে হয়েছে। এই পরিস্থিতিতে পুরনো প্যান কার্ড নিয়ে জল্পনা তৈরি হয়েছে। জনমানসে যখন এইসব নিয়ে বিভ্রান্তি বাড়ছে, বুধবার কেন্দ্রের অর্থমন্ত্রকের অধীনস্থ ‘সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস’-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি। কারণ, পুরনো প্যান কার্ড বাতিল করা হচ্ছে না। সেগুলি যেমন চলছিল তেমনই চলবে। নতুন করে আর প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। প্যান নম্বর পালটানোরও দরকার পড়বে না। যদি কেউ প্যান কার্ডের কোনও তথ্য সংশোধন করতে চায় সেটা করা যাবে।
উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির প্যান কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ‘ডায়নামিক কিউআর কোড’-সহ এই প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে বলে সরকারের দাবি।
ডায়নামিক প্যান কার্ড’-এ যে কিউআর কোড থাকবে বলা হচ্ছে, তাতে কী লাভ হবে? অর্থ মন্ত্রকের বক্তব্য, কিউআর কোড একেবারে আনকোরা বিষয় নয়। ২০১৭-১৮ থেকে জারি করা প্যান কার্ডে কিউআর কোড থাকে। নতুন ব্যবস্থায় ডায়নামিক কিউআর কোড থাকবে, যাতে সংশোধিত তথ্যও দেখা যাবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে। কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য, যেমন ছবি, সই, নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয়।
ব্যবসায়ী, শিল্প সংস্থাগুলির জন্য কেন্দ্রের বক্তব্য, ২০২৩-এর বাজেটেই বলা হয়েছিল, সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। ওই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান-ই এ জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে। ‘প্যান ২.০’ চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটিই পোর্টাল চালু হবে। পোর্টাল চালু হলে তার ওয়েব-ঠিকানা জানানো হবে। যাঁদের কাছে একাধিক প্যান কার্ড রয়েছে, তাঁদের অবিলম্বে স্থানীয় অ্যাসেসিং অফিসে যোগাযোগ করতে হবে ও তা বাতিল করতে হবে। আয়কর আইনে কারও একটির বেশি প্যান কার্ড থাকতে পারে না।