ঢাকা: বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমিয়াতুল ফালাহ ময়দান, আদালত চত্বর ও নিউ মার্কেট চত্বরে তিন দফা জানাযা অনুষ্ঠিত হয়েছে খুন হওয়া আইনজীবী সাইফুলের। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাযায় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাযা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘যারা খুনের সঙ্গে জড়িত, সে যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতেই হবে। আমরা সংযত থাকব। আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না। কাজ করবে শুধু মহত্ত্ব। বিপ্লব ও গণ-অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করতে যারা উঠেপড়ে লেগেছে, সে যেই হয়ে থাকুক আমরা প্রতিহত করব।’ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেশে সকল ধর্মের সহাবস্থান থাকবে। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে। যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে। যে খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ।’ অভিযোগ উঠেছে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুন করেছে চিন্ময়ের অনুসারীরা। এ ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।