নয়াদিল্লি: এর মধ্যে আর কোনও সংশয় সন্দেহ নেই। মূল্যবান ওয়াকফ সম্পত্তি জবর দখল করার জন্যই ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছে। আর জেপিসি গঠন করা হলেও সততার সঙ্গে কাজ করেনি এই সংসদীয় কমিটি। সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরুর দিনই ফের একবার এই বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। বোর্ডের মুখপাত্র কাসিম রসুল ইলিয়াস সাংবাদিক বৈঠকে জানালেন সারাদেশের মধ্যে ছড়িয়ে থাকা সব মূল্যবান ওয়াকফ সম্পত্তি দখলে নেওয়ার জন্যই তড়িঘড়ি এই সংশোধনী বিল ড্রাফট করা হয়েছিল। এই বিলের ৪৪টি ধারার প্রত্যেকটিই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওয়াকফ সম্পত্তিতে পূর্ণ অধিকার কায়েম রাখা যায় আর ওয়াকফ বোর্ডের কতৃত্ব ক্ষমতা একেবারে খর্ব হয়ে যায়।
ইলিয়াস বলেন, আমরা ভেবেছিলাম জেপিসি সততার সঙ্গে কাজ করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিল বাতিলের প্রস্তাব দেবে কিন্তু এই কমিটির চেয়ারম্যান এমন সব লোকদের মতামত গ্রহণ করলেন যাদের সঙ্গে ওয়াকফের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সততার সঙ্গে কাজ করছে না জেপিসি বলে বিরোধী সদস্যরা অভিযোগ জানালেও চেয়ারম্যান ইতিপূর্বে ঘোষণা দিয়েছে প্রয়োজনে নিজের জীবন দিয়েও ওয়াকফ বিল বাতিলের জন্য চেষ্টা করবে দেশের মুসলিমরা। সেই বিল এখন সংসদে পেশ হয়েছে। তাই উত্তেজনায় কাঁপছে মুসলিম সমাজ। বিরোধী সদস্যরা বিল পেশ করা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু অনড় জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পল এর উপর প্রধানমন্ত্রীর ওয়াকফ নিয়ে মন্তব্যও দুশ্চিন্তা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ল’ বোর্ডের দু’দিনের সম্মেলন শেষে ইলিয়াসের মন্তব্য সাংসদদের কাছে শেষ আবেদন বলে মনে করা হচ্ছে।