লন্ডন: ভয়াবহ তুষারঝড় ‘বার্টের’ তাণ্ডবে বিপর্যস্ত ব্রিটেন। এখনও পর্যন্ত ৫ জন নিহত হয়েছে বলে খবর। পাশাপাশি টানা বিদ্যুৎ বিভ্রাট, বহু ট্রেন ও উড়ান বাতিলে বিপর্যস্ত জনজীবন। তবে শুধু ব্রিটেন না, ভারী বৃষ্টি-তুষারপাতের কারণে বিপর্যস্ত আয়ারল্যান্ড, ফ্রান্সও। বইছে ঝোড়ো হাওয়া। রাস্তায় পড়েছে মোটা বরফের আস্তরণ। বিশেষ করে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের বড় রাস্তাগুলিতে জমে গেছে বরফের স্তর। এতে যান চলাচলে প্রবল অসুবিধা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান। প্রবল তুষারপাত ও ঝড়ে দৃশ্যমানতা কমে আসায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
সংবাদমাধ্যম সুত্রে খবর, দক্ষিণ ইংল্যান্ডের উইনচেস্টারে গাড়ির উপরে গাছ ভেঙে মারা গিয়েছেন এক বৃদ্ধ (৬০)। নর্দাম্পটনশায়ারে দুর্ঘটনায় আরও ১ জন নিহত হয়েছেন। পাশাপাশি পশ্চিম ইয়র্কশায়ারে ৩৪ বছরের এক ব্যক্তি মারা গিয়েছেন গাড়ির সংঘর্ষে। আরও দু’জনের মৃত্যুর খবর শোনা গেছে। তবে সবক’টি দুর্ঘটনার সঙ্গে ঝড়ের সরাসরি যোগ আছে কিনা জানার চেষ্টা চলছে।