নয়াদিল্লি, ২৫ নভেম্বরঃ ১৫ টাকার জলের বোতল ২০ টাকায় বিক্রি। অর্থাৎ ৫ টাকা বেশি দাম নেওয়ায় মোটা টাকার জরিমানা করল ভারতীয় রেল। অতিরিক্ত দাম নেওয়ায় লাখ টাকা জরিমানা করল রেল। জানা গিয়েছে, পুজা এসএফ এক্সপ্রেসে থার্ড এসিতে সফর করছিলেন এক যাত্রী। তিনি আইআরসিটিসির এক ভেন্ডরের থেকে এক বোতল জল কেনেন। রেল নীরের এক লিটারের জলের বোতলের দাম ১৫ টাকা। কিন্তু ওই বিক্রেতা ২০ টাকা দাম নেয়। ভাইরাল এক ভিডিয়োতে দেখা যায়, কেনো অতিরিক্ত ৫ টাকা দাম নেওয়া হল! তা নিয়ে প্রশ্ন তোলেন ওই যাত্রী। উত্তরে বিক্রেতা সাফ জানান, ‘এই দামই দিতে হবে’।
Read More: ট্রাম্প জেতার পর রকেটগতিতে বাড়ছে মাস্কের সম্পদ
ঘটনার পর রেলওয়ের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করেন এবং অভিযোগ জানান ওই যাত্রী। অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ নেয় রেল। ক্যাটারিং সার্ভিসের নিয়ম ভঙ্গ করায় আইআরসিটিসি-কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভারতীয় রেল জানিয়েছে, অনৈতিক অভ্যাস, যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার মতো ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়।