পুবের কলম প্রতিবেদক: যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, সেটাই হল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। রবিবার নিলামে ঝড় উঠল পন্থ, শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিংদের নিয়ে।
নিলামে নাটকিয়ভাবে পন্থকে ২৭ কোটি টাকায় কিনে নিল লখনউ সুপার জায়েন্টস। পন্থকে লখনউ কেনার কিছুক্ষন আগে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কেকেআরের প্রাক্তন অধিনায়ককে দলে নিয়েছিল পঞ্জাব কিংস। তখন তিনিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। পন্থ সেই রেকর্ড ভেঙে দিলেন। লখনউ ২৭ কোটি দাম হাঁকার পরে কেউ আর লড়াইয়ে থাকেনি।
পন্থের আগে প্রচুর লড়াই হল গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে। পরের তিন বছর কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন খেলবেন পঞ্জাব কিংসের হয়ে। পন্থের রেকর্ড দর ওঠার ২০ মিনিট আগে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে দলে নেয় পঞ্জাব।