নয়াদিল্লি, ২৩ নভেম্বরঃ কর্ণাটকের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেস। শিজ্ঞাও কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পাথান ইয়াসির জয়ী হয়েছেন ১৩,৪৪৮ ভোটে। সান্দুর কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ই অন্নপূর্ণা। তাঁর জয়ের ব্যবধান ৯,৬৪৯। চান্নাপাটনা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সি পি যোগেশ্বর। তাঁর জয়ের ব্যবধান ২৫,৪১৩। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার কর্ণাটক বিধানসভা উপনির্বাচনের ফলাফল সম্পর্কে বলেছেন, ‘ এটি কর্ণাটকের জনগণের ২০২৮ সালের জন্য একটি বার্তা।
এই জয় সাধারণ মানুষ এবং উন্নয়নের জয়। এখন সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। শুধুমাত্র রাজনীতি হবে উন্নয়নের জন্য।’ অন্যদিকে কেরলের ওয়েনাড লোকসভা আসনে প্রাথমিক ভাবে এগিয়ে গিয়েছেন প্রিয়াংকা গান্ধি। এই আসনটি থেকে জিতেছিল দাদা রাহুল গান্ধি। এরই সঙ্গে রাহুল জয়ী হয়েছিল রায়বরেলি আসনেও। এই আবহে ওয়েনাড আসনটি তিনি ছেড়ে দেন।
Karnataka Bypoll Election Results 2024
CONSTITUENCY | WINNER / LEADING CANDIDATE | PARTY |
Shiggaon | PATHAN YASIRAHMEDKHAN | INC |
Sandur | E ANNAPOORNA | INC |
Channapatna | C P YOGEESHWARA | INC |
সেখানেই লোকসভা উপনির্বাচনে এবার কংগ্রেস প্রার্থী করে প্রিয়াংকা গান্ধি। ২০০৯ সালে ওয়েনাড আসন তৈরি হওয়ার পর সবচেয়ে কম ভোট পড়েছে এবারের উপনির্বাচনে। তবে এই আসনে জয়ের বিষয়ে আশাবাদী কংগ্রেস। এখানে প্রিয়াংকার লড়াই বিজেপি নয় সিপিআই প্রার্থীর বিরুদ্ধে। ওয়েনাড়ের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রিয়াংকা। তিনি ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর।