উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে মেল মারফত জানানো হয়, স্কুলে বোমা রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে স্কুল। ছড়িয়ে পড়ে আতঙ্ক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের একটি বেসরকারি স্কুলের।
প্রতিদিনের মতোই শুক্রবার সকালে পড়ুয়ারা স্কুলে পৌঁছায়। ক্লাস শুরু ও হয়। সেই সময় আচমকা স্কুলে একটি মেল আসে।জা নানো হয়,ঐ স্কুল ক্যাম্পাসে বোমা রাখা হয়েছে। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন সবাই।ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। এদিকে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। খবর পেয়ে স্কুলে পৌঁছায় তারা। তবে সন্দেহজনক কিছু পায় নি।
প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। গত এপ্রিলে একসঙ্গে কলকাতার ২০০ টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকির মেল এসেছিল।