পুবের কলম প্রতিবেদকঃ চলছে মাঝ নভেম্বর। রাজ্যে দেখা মিলেছে শীতের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নিম্নমুখী তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই কলকাতায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটাই কমেছে বলে জানানও হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে আগামী কয়েকদিন পারদ পতন হবেনা বলেই জনানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরর পক্ষ থেকে।
অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। আপাতত তার অবস্থান আন্দামান নিকবার দ্বীপপুঞ্জের উপর। যার জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই নিম্নচাপ পরে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে বলে জানানও হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। যার জেরে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। আর সেই কারণেই অবাধ উত্তুরে হাওয়া প্রবেশে বাঁধা হয়ে দাড়াচ্ছে। যার জেরে এবার আর নতুন করে তাপমাত্রার পারদ কমবেনা বলেই জানানও হয়েছে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। সকালের দিকে রাজ্যের সমস্ত প্রান্ত কুয়াশার চাদরে মুড়ে যায়। দেখা মেলে ধোঁয়াশারও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে বলে জানানও হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। থাকবে মনোরম আবহাওয়া।
পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। পাশাপাশি উত্তরবঙ্গেও আজ সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। আপাতত ঘন কুয়াশার কোন সতর্কতা নেই বলেই জানানও হয়েছে।