পুবের কলম , ওয়েবডেস্ক: গয়ংগচ্ছ ভাবের অভিযোগ তো ছিলই। যার ফলও ভুগতে হয়েছে তাঁদের। কার্যত সিপিএম শূন্য হয়েছে রাজ্য। শুধু বিধানসভায় নয় , লোকসভায়ও তাদের অবস্থান এক ‘শূন্য’। এমনি রাজ্যের অধিকাংশ লোকসভা কেন্দ্রে জামানত বাঁচানোর জায়গাও হারিয়ে ফেলেছে তারা। বিধান-লোকসভা কেন্দ্র সিপিএম শূন্য হলেও মিটিং-মিছিল হলে ব্যাপার আলাদা। তখন জনসমুদ্রের গর্জন ওঠে। কার্যত সেই জনসমর্থনকে ভোটবাক্সে টানতে এবার পেশাদার ভোটকুশলী চেয়ে বিজ্ঞাপন দিল ♦সিপিএম♦।
♦অস্ট্রেলিয়া-ভারত পারথে সিরিজ: ভারতের ব্যাটিং ও বোলিং শক্তি♦
সম্প্রতি রাজ্য সম্পাদক ♦মহম্মদ সেলিম♦ সোশ্যাল সাইট ফেসবুকে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। তাতে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন লোকের নিয়োগের কথা বলা হয়েছে। প্রথম পদটিই হল রাজনৈতিক বিশ্লেষকের। যার মূল কাজ হবে রাজনৈতিক পরিস্থিতি বুঝে দলকে পরামর্শ দেওয়া। যে কাজটি ২০২১-এ তৃণমূলের হয়ে করেছেন প্রশান্ত কিশোর। তাতে অভাবনীয় সাফল্যও পেয়েছে রাজ্যের শাসকদল। তাই আসন্ন ২৬-এর ভোটকে পাখির চোখ করে পিকের মতো ভোটকুশলী চেয়ে বিজ্ঞাপন দিলেন তিনি।
♦অস্ট্রেলিয়া-ভারত পারথে সিরিজ: ভারতের ব্যাটিং ও বোলিং শক্তি♦
একের পর এক নির্বাচনে দফায় দফায় শূন্য পাওয়া বামেদের সাংগঠনিক দুর্দশা ইতিমধ্যেই সর্বসমুক্ষে বেআব্রু হয়ে পড়েছে। একান্ত আলোচনায় বর্ষীয়ান নেতারা স্বীকার করে নিয়েছেন আসন্ন নির্বাচনগুলিতে ভোট পেতে হলে এবং জামানত বজায় রাখতে গেলে নতুনত্বের প্রয়োজন রয়েছে। গয়ংগচ্ছ ভাবের দূরীকরণ এখন মেইন টার্গেট হওয়া দরকার।