পুবের কলম , ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন একটা সিরিজ। এই সিরিজে ৪-১ ফলে জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার একটা সম্ভাবনা তৈরি হতে পারে ভারতের কাছে। সেই সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ পারথে। অপ্টাস স্টেডিয়ামে ভারতের নজরে থাকবেন যাঁরা।
⇐ভারতের ব্যাটিং শক্তি⇒
যশস্বী জয়সওয়াল : অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তাঁর ♦প্রথম টেস্ট সিরিজ♦। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটিং খুব একটা খারাপ ছিল না। ঘরের মাটিতে টেস্ট সিরিজে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে থাকলেও কামিন্স, হ্যাজলউড, স্টার্ক, বোলান্ডদের বিরুদ্ধে এই বাঁ হাতি ব্যাটার কতটা প্রামান্য হয়ে উঠতে পারেন, সেটাই দেখার।
বিরাট কোহলি: দীর্ঘ সময় ব্যাটে সেঞ্চুরি নেই। ২৯টি টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের সঙ্গে এক আসনে আসীন। পারথে সেঞ্চুরি হাঁকাতে পারলে ডনের দেশেই ডনের রেকর্ড ভাঙবেন বিরাট। উল্লেখ্য অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৬টি। শচীনেরও তাই। পারথে সেঞ্চুরি হাঁকাতে পারলে ভেঙে দেবেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড।
ঋষভ পন্থ: অস্ট্রেলিয়ায় পন্থের ব্যাটিং পরিসংখ্যান উল্লেখ করার মতো। গতবারই প্রথম অজি ভূমে টেস্ট সিরিজ খেলেছিলেন পন্থ। চারটি টেস্টে সাড়ে তিনশো রান তুলেছিলেন তিনি। প্রস্তুতি পর্বেও তাঁকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছে। শর্ট বলে তাঁর একটা দুর্বলতা আছে। কিন্তু পন্থ যদি মারতে থাকেন, অজি পেসারদের ছন্দ নষ্ট হতে পারে।
ধ্রুব জুরেল: ভারতীয় এই উইকেট কিপার ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে অভিষেকে নজর কেড়েছিলেন। অস্ট্রেলিয়ায় ভারত এ দলের হয়ে বেসরকারী টেস্টেও নজর কেড়েছেন ব্যাটিংয়ে। পাশাপাশি বিকল্প উইকেট কিপার হিসেবেও তিনি দক্ষ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথমবার খেলবেন, ভয়ঙ্কর অজি পেসারদের বিরুদ্ধে জুরেল কতটা কার্যকরী হতে পারেন, সেটাই দেখার।⇐ভারতের বোলিং শক্তি⇒
জসপ্রীত বুমরাহ: রোহিত শর্মা না থাকায় তিনি এই টেস্টে অঝিধনায়কত্ব করবেন। এর আগেও রোহিতের ডেপুটি হিসেবে ইংল্যান্ডে অধিনায়কত্ব করেছিলেন। সেই টেস্ট হেরে গিয়েছিল ভারত। আর এবার তো প্রতিপক্ষ রীতিমতো অস্ট্রেলিয়া। তাই বুমরাহর কাছে এটা একটা কঠিন চ্যালেঞ্জ। তবে পারথের পিচে আগুন ঝরানোর ক্ষমতা রাখতে পারেন।
সিরাজ: অস্ট্রেলিয়ার মাটিতে তিনি পরীক্ষিত। এবং গতবার শামির জায়গায় সুযোগ পেয়ে তাদেরই মাটিতে অজিদের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট সিরিজকে স্মরণীয় করে রেখেছিলেন। তাই সিরাজকে সমীহ করতে বাধ্য অজি ব্যাটসম্যানরা।
আকাশ দীপ: এই মুহূর্তে ভারতের উঠতি তরুণ পেসার। বলে গতি ও সুইং দুইই আছে, যেটা পারথের পিচে খুব প্রয়োজনীয়।
নীতীশ রেড্ডি:মুহাম্মদ শামি না থাকায় চতুর্থ পেসার হিসেবে পারথে অভিষেক হওয়ার সম্ভাবনা।
1 Comment
Pingback: গয়ংগচ্ছ ভাবের অভিযোগ, শূন্যের গেরো কাটাতে ‘ভোটকুশলী’ চেয়ে বিজ্ঞাপন CPIM-এর – Puber Kalom – Bengali News Daily