কলকাতাSunday, 17 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

তারকা হওয়ার মাশুল গুনছেন আরিয়ান, উটপাখির মতো বালিতে মুখ গুঁজে আছে এনসিবি : মুকুল রোহতাগি

Puber Kalom
October 17, 2021 8:59 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক : গ্রেফতার হওয়ার পর এত দিন পেরিয়ে গেলেও কেন এখনও জামিন পেলেন না শাহরুখ-তনয়? প্রশ্ন তুলছেন আইনজীবীদের অনেকেই । এ বার তাতে সুর মেলালেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। মুকুল বলেন, ‘‘জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম। সুপ্রিম কোর্ট বহু দিন আগেই এটা পরিষ্কার করে দিয়েছে।’’

রোহতাগির মতে, যুব সম্প্রদায়কে এ ভাবে হেনস্থা করার বদলে মাদক নিয়ন্ত্রণ সংস্থার উচিত যারা তরুণ সম্প্রদায়ের হাতে মাদক তুলে দিচ্ছে তাদের খোঁজ চালানো।

রোহতাগি আরও বলেন, ‘‘যদি ওঁকে (আরিয়ান) জামিন দিতে চাইত, তা হলে তা প্রথম দিনেই করে ফেলা যেত। এমনকি সাধারণ ছুটির দিনেও এটা করা সম্ভব।’’ তাঁর কথায়, ‘‘এটা সত্যিই বিচিত্র ব্যাপার যে, এক জন এত দিন ধরে জেলে রয়েছেন, অথচ তাঁর কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি। ওঁর মেডিক্যাল পরীক্ষাও হয়নি। তা হলে ধরে নেওয়া যেতে পারে যে, মাদক নেওয়ার অভিযোগও দাঁড়াচ্ছে না। সবচেয়ে বড় কথা, এই অপরাধের শাস্তি এক বছরের কারাদণ্ড। তা হলে কী ভাবে ওঁকে এত দিন ধরে জেলে রাখা যায়?’’

অনেকের অভিযোগ শাহরুখ পুত্রকে এইভাবে ছক কষে আটকে রাখার পিছনে রাজনীতি রয়েছে। এনসিবির লোকেদের সঙ্গে উৎসাহী বিজেপি নেতাদের দেখা গিয়েছে।যা সাধারণের মনে স্বাভাবিকভাবেই বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে সংশয় তৈরী করেছে।

বলিউডে খানেদের দাপট বিদ্বেষী গেরুয়াপন্থীদের নাপসন্দ। তাই তারা অনেকদিন ধরে নানা বিদ্বেষ ছড়াচ্ছে। বলিউডি খানেরা নিজেদের সেকুলার ইমেজ তুলে ধরার চেষ্টার কসুর করেনা। অনেকের বাড়িতে পুজোও হয়। কিন্তু তাতে তাদের মুসলমান পরিচয় থেকেই যায়।