পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকে পুলিশি এনকাউন্টারে নিহত নকশাল নেতা বিক্রম গৌড়া। ২০ বছর ধরে পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল সে। সোমবার রাজ্যের উদুপি জেলার কাবিনাল বনে নকশাল বিরোধী বাহিনীর (এএনএফ) সঙ্গে অভিযান চলাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গেছে, উদুপি পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ৫ জন মাওবাদী হেবরি তালুকের কাছে এক দোকানে জিনিসপত্র কিনছে। সেই খবরের ভিত্তিতে পুলিশের তরফে যোগাযোগ করা হয় অ্যান্টি নকশাল ফোর্সের সঙ্গে। তারপরেই অভিযান চালায় উদুপি পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। শুরু হয় দু’পক্ষের গোলাগুলির লড়াই। সেখানেই নিহত হন মাওবাদী বিক্রম গৌড়া। গত ২০ বছর ধরে তাঁর সন্ধান করছিল পুলিশ।