লন্ডন: হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমনই অভিযোগ করলেন সে দেশের হিন্দুরা। প্রধানমন্ত্রীর বাসভবনের ভূমিকা নিয়েও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কিন্তু কেনো এই ক্ষোভ! জানা গিয়েছে, সম্প্রতি দিওয়ালি উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডনের উচ্চপদস্থ আমলা ও রাজনীতিবিদদের উপস্থিতিতে চাঁদের হাঁট হয়ে ওঠে ওই অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে, ভারতীয় নৃত্য প্রদর্শনের মাধ্যমে দিওয়ালি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মাংস ও মদের আয়োজন করা হয়। আর এ নিয়েই ক্ষুব্ধ হন হিন্দু সম্প্রদায়ের একাংশ। আপত্তিও জানান তারা। দিওয়ালির অনুষ্ঠানে কেনো মাংস ও মদের আয়োজন! তা নিয়েও প্রশ্ন তোলেন ব্রিটেনে বসবাসকারী হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা। তিনি বলেন, ‘গত প্রায় ১৪ বছরে ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলির অনুষ্ঠান মাংস ও সুরা ছাড়াই পালিত হয়েছে। এবারের অনুষ্ঠানে মাংস এবং সুরা যুক্ত হওয়ায় আমি হতাশ এবং বেশ স্তম্ভিত। প্রধানমন্ত্রীর দফতরের উপদেষ্টাদের এতটা অসতর্কতা এবং অবহেলাপূর্ণ মনোভাব খুবই দুঃখজনক।’ গোটা ঘটনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেই দায়ী করছেন হিন্দু পণ্ডিত। ১০ ডাউনিং স্ট্রিটের কর্মকর্তাদের ‘সংবেদনশীলতার অভাব’ এবং আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন শর্মা। তিনি এক্স বার্তায় লিখেছেন, ‘যদি বিষয়টি ইচ্ছাকৃত ভুল নাও হয়, তবুও প্রধানমন্ত্রী ব্রিটিশ হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে।’ ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের একটি সংগঠন ‘ইনসাইট ইউকে’-ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এবিষয়ে প্রধানমন্ত্রীর দফতর সরকারি ভাবে এখনও কিছুই জানায়নি।
ব্রেকিং
- সিপিএম’র বহু এরিয়া সম্মেলনে কোন্দল, কড়া নির্দেশিকা দলের
- আবাস যোজনার সুপার চেকিংয়ে উপভোক্তাদের বাড়িতে বিডিও-ওসি
- বুলডোজার: ক্ষতিপূরণের আশা করছেন ইউপির গৃহহারা
- গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে
- মণিপুরে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬ নিখোঁজের খোঁজ নেই
- ফিলিস্তিনিদের ৫ লক্ষ টাকার অনুদান দিল্লির কৃষক সংগঠনের
- শিশু দিবসে ক্ষুদে পড়ুয়াদের ট্রাফিক সচেতনতার পাঠ দিল ট্রাফিক পুলিশ
- জয়নগরের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যের আকস্মিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়
- শেষ মুহূর্তে ফিলিস্তিন ইস্যুতে টক শো বাতিল করল গুরুগ্রাম বিশ্ববিদ্যালয়
- কৃষক আন্দোলন, মহাত্মা গান্ধিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, কাঙ্গনাকে নোটিশ ধরাল আদালত
- ওয়াকফ জমি দুর্নীতি মামলায় জামিন আপ নেতা আমানাতুল্লাহর
- বারাসাত মেডিক্যাল কলেজের ভ্যাটে রক্ত মাখা মানুষের দেহাংশকে কেন্দ্র করে চাঞ্চল্য