পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ফোড়নবিশের ‘ভোট জিহাদ’ মন্তব্যের পাল্টা দিলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ওয়াইসি বলেন, বিজেপি নেতার পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে কোনো সংগ্রাম না করে বরং তাদের কাছে ‘প্রেমের চিঠি’ লিখতেন। আর মুসলিমরা জিহাদ করেছে ব্রিটিশদের সঙ্গে। অথচ ফোড়নবিশ এখন মুসলমানদের ভোটকে ‘জিহাদ’ বলে অপমান করার চেষ্টা করছেন।
রবিবার শম্ভাজীনগরে এক জনসভায় ওয়াইসি বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছে,তবেফোড়নবিশ এখন আমাদের জিহাদ সম্পর্কে জ্ঞান দিতে চাইছেন। চেষ্টা করলে মোদি, অমিত শাহ এবং ফোড়নবিশ জোট বেঁধেও আমাকে বিতর্কে পরাজিত করতে পারবে না।’
ফোড়নবিশ শনিবার অভিযোগ করেছিলেন, মহারাষ্ট্রে ভোটের আগে ‘ভোট জিহাদ’ শুরু হয়েছে, যা প্রতিহত করতে হবে ‘ধর্মযুদ্ধ’ দিয়ে। ওয়াইসি মহারাষ্ট্রে ধুলে লোকসভা আসনে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের কথাও উল্লেখ করেন। ওয়াইসি বলেন, ‘ভোট জিহাদ’ এবং ‘ধর্মযুদ্ধ’ শধগুলোর ব্যবহার গণতন্ত্রের মৌলিক ধারণার পরিপন্থী। তিনি বলেন, আপনি ভোট জিহাদ এবং ধর্মযুদ্ধের কথা বলছেন, কিন্তু আপনারা যখন বিধায়ক কেনেন তখন কি আপনাদের চোর বলা অনুচিত হবে?’ তিনি আরও বলেন, ‘ফোড়নবিশ এখন ভোট জিহাদের কথা বলছেন, অথচ তার প্রিয় নেতা ব্রিটিশদের কাছে ‘প্রেমের চিঠি’ লিখতেন। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কখনো ওদের মত বিদেশি শাসকদের সাথে সমঝোতা করেননি।’
ফোড়নবিশের ‘ভোট জিহাদ’ মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ওয়াইসি বলেন, বিজেপি মালেগাঁওয়ে ভোট পায়নি, তাই তারা ‘ভোট জিহাদ’ বলে গায়ের জ্বালা মেটাচ্ছে। আযোধ্যাতেও তারা হেরেছে। প্রধানমন্ত্রী মোদির ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ স্লোগানকে কটাক্ষ করে ওয়াইসি বলেন, ‘মোদি আসলে দেশের বৈচিত্র্য ধ্বংস করতে চান।’ তিনি আরও বলেন মোদি মারাঠাদের সংরক্ষণ না দিয়ে তিনি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।