নয়াদিল্লি, ৬ নভেম্বর: দীপাবলির পরের দিন বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়ায় দিল্লি। রাজধানীর দূষণ নিয়ে সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এমনকি জানা যায়, প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১ জন এই বিষাক্ত দূষণের শিকার। দূষণের কারণে গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। আর এবার দিল্লির দূষণ নিয়ে রাজ্য সরকার এবং দিল্লি পুলিশের কমিশনারকে হলফনামা জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে উভয়কে নিজেদের বক্তব্য জানাতে হবে। রাজধানীতে বাজি নিষিদ্ধকরণও সেই অর্থে কার্যকর হয়নি বলেই মনে করছে শীর্ষ আদালত। এ বছর বাজি নিষিদ্ধ করতে কী পদক্ষেপ করা হয়েছিল, সে বিষয়ে দিল্লির সরকার এবং দিল্লির পুলিশ কমিশনারের থেকে হলফনামা তলব করেছেন বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্। পাশাপাশি আগামী বছরও এই ব্যবস্থা কার্যকর রাখতে কী পদক্ষেপের কথা ভাবা হচ্ছে, তা-ও জানাতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
Read More: ওয়াকফ: জেপিসি চেয়ারম্যানের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ, ইস্তফা দিচ্ছেন না বিরোধীরা
উল্লেখ্য যে, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দিল্লির দুই পড়শি রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় শস্যের গোড়া পোড়ানোর জন্যই বাতাসের গুণগত মান খারাপ হচ্ছে বলে মনে করছে আদালত। সোমবারের শুনানিতেও উঠে আসে শস্যের গোড়া পোড়ানোর প্রসঙ্গ। সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে শীর্ষ আদালত জানিয়েছে, দীপাবলির সময়েও শস্যের গোড়া পোড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। সে ক্ষেত্রে পঞ্জাব ও হরিয়ানার সরকারকেও দু’টি পৃথক হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
আগামী ১৪ নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।