পুবের কলম, ওয়েবডেস্ক:রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের চেষ্টা চালাচ্ছে মালয়েশিয়া বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইতিমধ্যে ইউএন-এর সাধারণ পরিষদের জন্য খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার আনোয়ার ইব্রাহিম বলেন, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে মালয়েশিয়া। খসড়ায় অন্যান্য প্রস্তাবের সঙ্গে ইসরাইলকে ইউএন-এর সদস্যপদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব রয়েছে। দ্রুতই খসড়া রেজুলেশনটি অনুমোদনের জন্য বিশ্ব সংস্থার মঞ্চে উপস্থাপন করা হবে।
নেতানিয়াহু সরকারের অপরাধ মূলক কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রসংঘ থেকে তাদের অপসারণ করা উচিত বলে দাবি তোলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলি নৃশংসতা বন্ধের চেষ্টা করবে মালয়েশিয়া। সেইসঙ্গে যাতে ফিলিস্তিনি জনগণের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়া হয়, তাও নিশ্চিত করবে। ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা ঠেকাতে যত তাড়াতাড়ি সম্ভব শক্তিশালী পদক্ষেপ কার্যকর করতে হবে বিশ্বকে।
Read More: যুক্তরাষ্ট্রের নির্বাচন: চতুর্থবার জয় পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা
প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ। একইসঙ্গে রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার দাবিও তুলেছিলেন তিনি। এবার ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি তুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
1 Comment
Pingback: ৮ গোপন বন্দিশালার খোঁজ বাংলাদেশে – Puber Kalom – Bengali News Daily