কলকাতাSunday, 17 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুজো পর্যন্ত দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি সতর্কতা

mtik
October 17, 2021 2:13 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ বৃষ্টি পিছু ছাড়ছে না। ফের দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর কয়েকটা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও, কলকাতায় বৃষ্টি সেভাবে সমস্যা তৈরি করেনি। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গেছে। তবে আমজনতা বেশ ভালোভাবেই শারদীয় উৎসব উপভোগ করেছে। তবে লক্ষ্মীপুজোর আগে ফের দুর্যোগের ঘনঘটা বঙ্গে। রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২ জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলিতে জারি হলুদ সতর্কতা। উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি রয়েছে। পাঁচ জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। যা ধীরে ধীরে সরছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। ১৯ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।