পুবের কলম, ওয়েবডেস্কঃ ঋষি এখন অতীত। ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেত্রী হলেন কেমি বেডেনক। প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী কেমি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট জেনেরিককে প্রায় এক লক্ষ ভোটে হারিয়ে ব্রিটেনের হাউস অফ কমন্সে বিরোধী নেত্রী হিসবে জায়গা করে নিলেন তিনি। ৪৪ বছর বয়সী কেমি ব্যাডেনক প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি একটি প্রধান ব্রিটিশ রাজনৈতিক দলের প্রধান হলেন। নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
Read More: ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘকে চিঠি ৫২ দেশের
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে সাধারণ নির্বাচনের ফলপ্রকাশ হয় ব্রিটেনে। ২০০ কম আসন পেয়ে শোচনীয়ভাবে পরাজিত হয় কনজারভেটিভ পার্টি। যা ঐতিহাসিক পরাজয় বলেও আখ্যা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, ১৮৩২ সালের পর এই প্রথম দুশোর কম আসন পায় এই দল। যেখানে লেবার পার্টি ৪১১টি আসন হ্যাট্রিক করেছে সেখানে মাত্র ১২১ আসন পেয়ে ক্ষমতা হারিয়েছে কনজারভেটিভ পার্টি। দলের এমন বেহাল অবস্থায় পর দলের নেতা পরিবর্তনের লক্ষ্যে হয় দলীয় নির্বাচন। সেখানেই বিপুল ভোটে জয়লাভ করে কনজারভেটিভ দলের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে নির্বাচিত হলেন কেমি বেডেনক।