পুবের কলম, ওয়েবডেস্কঃ ‘অস্তিত্ব সংকটে’ পড়লে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্ট্র্যাটেজিক কাউন্সিলের প্রধান কামাল খারাজি। তিনি জানান, পারমাণবিক অস্ত্র উৎপাদনের প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে ইরানের। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির ফতোয়ার কারণে তা তৈরি করা সম্ভব হচ্ছে না। সাক্ষাৎকারে তিনি আরও জানান, প্রজাতন্ত্র ইরানের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করা হলে আমরা আমাদের সামরিক নীতিতে আমূল পরিবর্তন আনব। কিন্তু গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরুদ্ধে ফতোয়ার জেরেই চুপ রয়েছেন তারা। মূলত ইউরোপীয় দেশগুলোর কারণে নিজের ক্ষেপণাস্ত্রের পাল্লা ভারী করেননি বলেও জানান কামাল খারাজি।
Read More: ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ জনের মৃত্যু
স্ট্র্যাটেজিক কাউন্সিলের প্রধান বলেন, এতদিন আমরা পশ্চিমাদের, বিশেষ করে ইউরোপীয়দের স্পর্শকাতরতার কথা বিবেচনা করেছি। কিন্তু যখন তারা আমাদের ব্যাপারে বিশেষ করে ইরানের ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে স্পর্শকাতরতা দেখাতে ব্যর্থ হবে তখন আমরা চুপ থাকব না। ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে খারাজি বলেন, ইরান অবশ্যই উপযুক্ত সময় ও উপযুক্ত পদ্ধতিতে ইসরাইলকে জবাব দেবে। গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায় না আমরা। তবে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।