পুবের কলম প্রতিবেদক : নদিয়া এবং উত্তর ২৪ পরগনার হজ যাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বনগাঁ হযরত পীর আবু বকর দারুল উলুম সিনিয়র মাদ্রাসায়। এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বনগাঁ হজ ট্রেনিং সেন্টার। এই সংস্থা গত কয়েক বছর ধরে তারা এই ট্রেনিং দিয়ে আসছে ।
এই ট্রেনিং সেন্টারের সম্পাদক আলহাজ্ব মাওলানা রবিউল হোসেন বলেন, যারা ২০২৫ সালে হজে যাবেন আল্লাহ তাদের কবুল করুন ।তিনি প্রত্যেক হজযাত্রীদের কাছ থেকে ধৈর্য এবং সহনশীলতা দাবি করেন।তিনি বলেন, তাড়াহুড়ো করবেন না এবং নির্দেশিকাগুলি অনুসরণ করুন। তিনি মদিনা ও মক্কায় হজ যাত্রীদের কি কি করণীয় সে বিষয়ে প্রাথমিক আলোচনা করেন ।
অনেক তীর্থযাত্রী মীনা এবং আরাফাত এবং মুদিজালফা, মীনা এবং আরাফাতের মধ্যবর্তী স্থানের মধ্যে কীভাবে চলাচল করবেন সে সম্পর্কে প্রশ্ন করেছিলেন। মাওলানা রবিউল সব প্রশ্নের উত্তর দেন।
বনগাঁ হজ ট্রেনিং সেন্টারের সভাপতি আলহাজ্ব মাওলানা আবদুল কাইয়ুম বিশ্বাস হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পবিত্র হজে যাচ্ছেন কোরআন শরীফ পড়া শিখুন। যাতে ওখানে গিয়ে অবসর সময়ে তেলাওয়াত করতে পারেন ।
এটা বড় গর্বের যে এতদিন তারা কুরআনের পাতায় পড়ে আসছে, এখন তারা কুরআনের দেশে কুরআনের মাহাত্ম্য দেখতে পাবে। হজযাত্রীদের উচিত কুরআন অধ্যয়ন করা এবং কুরআনের বাণী নিয়ে ফিরে আসা।
মদিনায় তাদের অবস্থানের সময় হজ যাত্রীদের কি কি করতে হবে সে বিষয়েও তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন। অবশেষে দোয়ার মাধ্যমে এই হজ প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয় ।