কলকাতাSaturday, 16 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় প্রতিমা নিরঞ্জনে অভিনব পদ্ধতি কলকাতা পুরনিগমের

mtik
October 16, 2021 8:23 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:­ প্রতিমা নিরঞ্জনে বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। মূর্তি গঙ্গার জলে না ফেলেও যাতে বিসর্জন দেওয়া যায়– তারজন্য অভিনব পন্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে প্রতিমা নিরঞ্জনের বিকল্প ব্যবস্থা করা হয়েছে দই ঘাটে। গঙ্গাদূষণ রুখতেই এই উদ্যোগ বলে জানান কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে দই ঘাটে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিকল্প পন্থা সফল হলে পরবর্তী সময়ে অন্যান্য ঘাটে এই ব্যবস্থা রাখা হবে।

শুক্রবার থেকে শহরে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। নবান্নের নির্দেশ মেনে আগামী চারদিন প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। এ দিকে গঙ্গাবক্ষে প্রতিমা নিরঞ্জন নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেকথা মাথায় রেখেই দই ঘাটে প্রতিমা নিরঞ্জনের বিকল্প ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা।  সেক্ষেত্রে গঙ্গা থেকে জল তুলে–  হোস পাইপের সাহায্যে সেই জল মূর্তির গায়ে ঢালা হচ্ছে। প্রতিমা গলা জল একটি রিজার্ভারে জমা করা হচ্ছে। এরপর সেই দূষিত জলকে শোধন করা হচ্ছে। শোধনের পর সেই জল পুনরায় ফেলা হচ্ছে গঙ্গায়। ফলে গঙ্গাদূষণ রোধ করা যাচ্ছে। এ বিষয়ে ফিরহাদ হাকিম জানান– মানুষের সহযোগিতা পেলে পরবর্তীকালে কলকাতার অন্যান্য ঘাটে এই পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন শুরু হবে।