কলকাতাMonday, 28 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দূষণের জন্য দায়ী পাকিস্তান, দাবি নয়ডার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

FAISAL HASAN
October 28, 2024 8:08 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তান থেকে আসা ধোঁয়ায় দূষিত হচ্ছে নয়ডা, দাবি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তার। দিওয়ালী মানেই ধুমধাম, আলো-বাজির রোশনাই। অথচ এই উৎসব এলেই ভারাক্রান্ত হয়ে যায় দিল্লি ও সংলগ্ন রাজ্যের আকাশ-বাতাস। বাতাসের গুণগত মান এতোটাই নেমে যায় কঠিন হয়ে পড়ে শ্বাস নেওয়া।

 

যার জেরে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় স্থানীয় প্রশাসনকে।

 

READ MORE: ইন্তেকাল বাম আমলের প্রাক্তনমন্ত্রী হাফিজ আলম সাইরানীর (ইন্না লিল্লাহ…)

 

সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের ভূমিকা। একাধিক বার অভিযোগ উঠেছে, পঞ্জাব ও হরিয়ানায় শস্যের গোড়া পোড়ানোর জন্যই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক ডিকে গুপ্তার দাবি, পাকিস্তানে শস্যের গোড়া পোড়ানোর জন্যই গাজিয়াবাদ, নয়ডা এবং গ্রেটার নয়ডার বাতাস দূষিত হচ্ছে।

 

সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ১৬৯-এ।

 

রবিবার তা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৩০৪-এ! যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানানো হয়। অন্যদিকে শনিবার দিল্লির গুণগত মান ছিল ২৫৫ যা রবিবার ৩৫২ তে গিয়ে পৌঁছেছে। সামনেই দিওয়ালি। সে সময়, দিল্লির বাতাসের গুণগত মান যে কি হবে তা ভেবেই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।