কলকাতাMonday, 28 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আমরা তাকিয়ে যুদ্ধ দেখব না, যায়নবাদীদের কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন পেজেশকিয়ান

Kibria Ansary
October 28, 2024 7:40 pm
Link Copied!

তেহরান, ২৮ অক্টোবরঃ ইসরাইলি হামলা নিয়ে প্রতিশোধের আগুনে ফুঁসছে ইরান। যায়নবাদীদের যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

রবিবার (২৭ অক্টোবর) ইরানের মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না তেহরান। তবে তেল আবিবকে হামলার যথাযথ জবাব দেবে তার দেশ।

ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘আমরা শুধু তাকিয়ে যুদ্ধ দেখব না, দেশ ও জাতির অধিকারে আমরা যুদ্ধ প্রতিরোধ করবো। ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

Read More: ঘৃণ্য চক্রান্ত! ৮ কোটি টাকার লোভে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, উদ্ধার পোড়া দেহ

 

শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে চার ইরানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। ইসরাইলি হামলার পাল্টা প্রতিশোধ নিতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। রবিবার ইসরাইলি হামলা নিয়ে ইরানি জাতির শক্তি বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ইসরাইল দুই রাত আগে বড় ভুল করেছে।

সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি, ইরান নিয়ে ইসরাইল ভুল হিসাব-নিকাশ করেছে। তারা ইরানকে চেনে না। ইরানের জনগণের শক্তি-সামর্থ্য এবং ইচ্ছা-উদ্যম এখনো ঠিক মতো বুঝতে পারেনি তেল আবিব। আমাদের পক্ষ থেকেই এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে।