কলকাতাMonday, 28 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জম্মু ও কাশ্মীরের আখনুরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা, নিহত ৩  জঙ্গি

FAISAL HASAN
October 28, 2024 6:12 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উতপ্ত উপত্যকা।

 

গুলমার্গের পর এবার হামলা চলল আখনুর সেক্টরে। এবার সেনার গাড়ি লক্ষ্য করে চলল জঙ্গি হামলা।  জম্মু-কাশ্মীরের আখনুর  সেক্টরে  সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত পক্ষে ৩ জন জঙ্গি মারা গিয়েছে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত অস্ত্র ও গোলাবারুদ।

 

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সকাল ৭টা নাগাদ বাতাল এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ৩ জন জঙ্গি।

 

READ: ইন্তেকাল বাম আমলের প্রাক্তনমন্ত্রী হাফিজ আলম সাইরানীর (ইন্না লিল্লাহ…)

 

তখনই পালটা হামলা চালায় সেনাবাহিনী। হামলায় ৩ জন জঙ্গি নিহত হয়। উৎসব মরশুমে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জম্মু ও কাশ্মীরে ব্যাপকভাবে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তারই মাঝে এই হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে । দুই জওয়ান সহ মোট ১২ জন শহিদ হয়েছেন। এরই মধ্যে আবার সেনার গাড়িতে গুলি চলার ঘটনা বাড়িয়েছে আতঙ্ক ।

 

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবরই বারামুল্লার গুলমার্গের কাছে একইভাবে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

 

শহিদ হয়েছিলেন ২ জওয়ান সহ বেসামরিক ২ জন। তার আগে, গত ২০ অক্টোবর জঙ্গিরা সোনমার্গের গান্ডেরবালে হামলা চালায়।  জঙ্গিদের গুলিতে টানেলের কাজ করতে আসা ছয়জন শ্রমিক সহ এক চিকিৎসকের মৃত্যু হয় ।