কলকাতাSaturday, 26 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

প্রবল বর্ষণের জেরে জলমগ্ন জয়নগরের তিলপি গ্রাম

Bipasha Chakraborty
October 26, 2024 7:35 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ঘূর্ণিঝড় দানার প্রকোপের পরে শুক্রবারের প্রবল বৃষ্টির ফলে এখনো জলমগ্ন জয়নগর।দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর ১ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি গ্রামের মানুষ।

ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি কুলবেড়িয়া গ্রামের জল নিকাশি খালের দুই পাশে রয়েছে বহু দরিদ্র মানুষের বাড়ি ঘর।সেই সমস্ত বাড়িঘরে খালের জল প্রবেশ করছে।আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। প্রবল বর্ষণের জেরে গ্রামের মাটির বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।শনিবার ও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি তিলপি গ্রামের জল নিকাশি খালের দুই পাশে থাকা এলাকার বাসিন্দারা।

এমন পরিস্থিতির মধ্যে দেখা মিলছে না কোন রাজনৈতিক দলের কর্মী বা জন প্রতিনিধিদের বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় বাসিন্দারা বলেন,জল নিকাশির সুব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় জল ঘরে মধ্যে প্রবেশ করছে।আর তাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের কে।ঘরের ভেতর বিষাক্ত সাপ ঢুকে পড়ছে।

গ্রামের মানুষের কথা ভেবে বিগত কয়েক বছর আগে পিয়ালী নদী সংস্কারের কাজ করা হয়েছিল সেচ দপ্তরের উদ্যোগে। তবে সেই কাজ ঠিক মতন না হওয়ার ফলে ভারী বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে তিলপি, শ্যামনগর সহ আশেপাশের এলাকা।

Read more: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল সৌদি আরব

এ ব্যাপারে ঢোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে সুকৌশলে এড়িয়ে যান।তবে এ ব্যাপারে জয়নগর ১ নং বিডিও পূর্ণেন্দু স্যানাল সমস্ত বিষয়টা দেখার আশ্বাস দেন।