ইনামুল হক, বসিরহাট: উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া ব্লক সন্দেশখালি -১ ও ২ , হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, হাসনাবাদ এই ছয়টি ব্লক জুড়ে ডানার দমকা হাওয়ায় জলের ঢেউ ও লাগাতার বৃষ্টির ফলে নদী বাধ দুর্বল হয়েছে। পাশাপাশি চাষের জমিতে ব্যাপক ক্ষতি, শীতকালীন সবজী ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে শীতকালিন ফুল চাষের, জল জমে রয়েছে ফুল গাছের গোড়ায়।
সূর্যের আলো উঠতেই পচন ধরতে শুরু করেছে। ফুল গাছও ফুল চাষিরা জানাচ্ছেন, লাগাতার বৃষ্টির ফলে ফুল গাছের গোড়ায় জল জমে রয়েছে হাঁটু সমান। বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হলেও রক্ষা করা সম্ভব হবে না গাছ। একদিকে ফুলের ফলন কম হবে। সামনে দীপাবলি।
Read more: সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে অঙ্কন কর্মশালা, অংশ নিল থ্যালাসেমিয়া-ক্যানসারে আক্রান্তরা
তার আগে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জবা ফুল সূর্যমুখী ফুল গেদা ফুল সহ একাধিক পুজোয় ব্যবহৃত ফুলে ব্যাপক ক্ষতি হয়েছে বাজার অগ্নিমূল্য হবে জানাচ্ছেন ফুল চাষি থেকে ব্যবসায়ীরা।
বাজারে ফুলের জোগান থাকবে কম। তার কারণে ফুলের দাম হবে আকাশছোঁয়া। এর মধ্যে একটু খুশির খবর টাকি পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে পর্যটকরা। টাকিতে সেই চেনা ছবি দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের বসিরহাট টাকির ইছামতি নদীর পাড়ে।