রফিকুল হাসান, শাসন: আগামী ১৩ নভেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভার উপনির্বাচন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মরহুম হাজী নুরুল ইসলামের মেজ পুত্র শেখ রবিউল ইসলামকে। এই নিয়ে শনিবার শাসনের স্বস্তি ভিলেজে বিধানসভা এলাকার ১৩টি অঞ্চলের নেতা ও কর্মীদের নিয়ে বৈঠকে বসেন বসিরহাট সাংগঠনিক জেলার অবজারভার মন্ত্রী সুজিত বসু।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, বসিরহাটের মানুষের সঙ্গে হাজী নুরুল ইসলামের একটা সেন্টিমেট কাজ করে। নেত্রী চেয়েছিলেন হাজী নুরুল ইসলামের পরিবার থেকে প্রার্থী করা হোক। সেইমতো হাজী নুরুল ইসলামের পুত্র প্রার্থী হয়েছে, তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহবান জানান তিনি।
হাড়োয়া বিধানসভা এলাকায় বিজেপি আর নেই। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। বিজেপি বিভাজনের রাজনীতি করে। অন্যদিকে কমরেডরা ৩৪ বছরে ক্ষমতায় থেকে কিছু করেননি। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন খুব দ্রুত আপনার প্রচারে ঝাপিয়ে পড়ুন। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। বাংলার ছয়টি উপনির্বাচনে তৃণমূলই জিতবে। বাংলার মাটিতে বিরোধীদের কোনো স্থান নেই বলে তিনি স্পষ্ট জানান।
এদিন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলামকে মন্ত্রীর পরামর্শ বাবার (মরহুম হাজী নুরুল ইসলামের) ফেলে যাওয়া কাজ তোমাকে করতে হবে। মানুষের কাজে লাগতে হবে।
এদিন হাজী নুরুলের পুত্র তথা তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম বলেন, সমগ্র হাড়োয়াবাসীর সঙ্গে আমার বাবার একটা নিবিড় সম্পর্ক ছিল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছেন। হাজী নুরুলের ছায়া হিসাবে আমি হাড়োয়ার মানুষের সঙ্গে থাকব। সকলকে সঙ্গে নিয়ে হাড়োয়ার উন্নয়ন অব্যাহত রাখব। আপনারা আমার জন্য দুহাত ভরে দুয়া আশীর্বাদ করুন বলে তিনি জানান।
বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন, ভোটে মার্জিন বাড়ানোটাই আমাদের লক্ষ্য। ভোটের সময় খুব কম, সকল নেতা কর্মীদের একতাবদ্ধ হয়ে ব্যাপক ভোটে জয়ী করার আহবান জানান তিনি।
Read more: বিয়ে করতে চাওয়ায় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন, দেহ পুঁতে দিল প্রেমিক
উপস্থিত ছিলেন বিধায়ক উষারানি মণ্ডল, বিধায়ক দেবেশ মণ্ডল, বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ, হাড়োয়া ১ ব্লক তৃণমূলের সভাপতি শফিক আহমেদ ওরফে মাদার, বারাসত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রউফ, জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, চিফ ইলেকশান এজেন্ট আসের আলি মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকারউদ্দিন।