কলকাতাFriday, 25 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২০ বছরে দেশে তৈরি হবে ২০০টি নয়া বিমানবন্দর

asim kumar
October 25, 2024 7:39 pm
Link Copied!

নয়াদিল্লি, ২৫ অক্টোবর: আগামী ২০ বছরে দেশে তৈরি হবে আরও ২০০টি নয়া বিমানবন্দর। পাঁচ বছরে ৫০টি বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত। দেশের বেসামরিক বিমান চলাচলের সম্ভাবনার কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী কে রামমোহন নাইডু বৃহস্পতিবার বলেছেন, আগামী ২০ বছরে দেশে আরও চার হাজার বিমানের প্রয়োজনের কথা চিন্তা করে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বর্তমানে ভারতে ইন্ডিয়ান এয়ারলাইন্স আটশো উড়ান, ১২০০’র বেশি এয়ারক্র্যাফট পরিচালনা করে। বিগত এক দশকে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ করে ১৫৭তে পৌঁছেছে।

নয়া দিল্লিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়া হেডকোয়ার্টাস অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধনে এসেই কেন্দ্রীয় মন্ত্রী বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তা, চলাচলের সম্ভাবনার কথা তুলে ধরেন। মন্ত্রী জানান, বিমানবন্দর তৈরি হলে বিপুল কর্মসংস্থানের মুখ দেখবে ভারত। বাড়বে বাণিজ্যিক বৃদ্ধি। মন্ত্রী জানান, ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল বেসামরিক বিমান চলাচলের বাজারগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় মন্ত্রী আরও সহজে ব্যবসা করার প্রচেষ্টা এবং ভারতে প্লেন ডিজাইন ও তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন।

Read more: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড় দানা, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি

অসামরিক উড়ান সেক্রেটারি ভি ভুয়ালনামও বিগত কয়েক বছরে বিমানযাত্রার সংখ্যা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। গত বছরে দেশে ২২০ মিলিয়ন অর্থাৎ ২২ কোটিরও বেশি মানুষ বিমানে যাতায়াত করেছিলেন। আগামী ৫ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে বলেই জানান তিনি।